Jhenaidah It Solution Team

Jhenaidah It Solution Team
Online Income Source

Friday, 27 February 2015

আপনি ফ্রিল্যান্সার হতে চান, নির্দিষ্ট করে কল্পনা করুন আপনি ওয়েব ডিজাইনার হতে চান, গ্রাফিক ডিজাইনার হতে চান অথবা এনিমেটর বা প্রোগ্রামার হতে চান ব্লগ তৈরী করে তার মাধ্যমে অর্থ উপার্জন করতে চান যা কিছু ইচ্ছে কল্পনা করতে পারেন, কল্পনাকে বাস্তবে রুপ দেয়ার জন্য আপনাকে কাজ করতে হবে আর সেজন্য প্রয়োজন পরিকল্পনা আপনার অবশ্যই প্রয়োজন ব্যক্তিগত সাফল্য লাভের পরিকল্পনা খুব সহজে  কয়েকটি ধাপে আপনি পরিকল্পনা করতে পারেন
আপনি কি চান সেটা জানুন ?

আপনি কি আসলে ওয়েব ডিজাইনার হতে চান নাকি এনিমেটর হতে চান সেটা নিশ্চিত করুন ওয়েব ডিজাইন লাভজনক দেখে মনে করলেন সেটা শেখা উচিত, পরদিন এনিমেশন দেখে শক জাগল এনিমেটর হবেন, একে  চাওয়া বলে না আপনি একই সময়ে যেমন উত্তর এবং দক্ষিনে যেতে পারেন না তেমনি একই সময়ে ওয়েব ডিজাইনার এবং এনিমেটর হতে পারেন না দুটিও অত্যন্ত বড় বিষয় আপনার পরিকল্পনার প্রথম ধাপ, আপনার লক্ষের ডেফিনিশন ঠিক করুন
প্রয়োজনীয় বিষয়গুলি নিশ্চিত করুন ?
অস্ত্র ছাড়া আপনি যুদ্ধে যেতে পারেন না তেমনি যন্ত্রপাতি ছাড়া আপনি কাজ করতে পারেন না আপনার কাজের জন্য কি কি প্রয়োজন তার লিষ্ট তৈরী করুন, সেগুলি কিভাবে পাওয়া সম্ভব জানার চেষ্টা করুন অনেক সময় অর্থের কারনে স্বপ্নপুরন হয়না এটা মেনে নিন সংগতি যদি না হয় তাহলে সময় নষ্ট করবেন কেন, বিষয় পরিবর্তন করে ফেলুন কম্পিউটার সংক্রান্ত বিষয় যদি হয় সেক্ষেত্রে যন্ত্রপাতি ছাড়াও শিক্ষা-মেধা ইত্যাদির কথাও বিবেচনায় রাখুন কোন কাজে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা প্রয়োজন, কোন কাজে অংক প্রয়োজন এটা না থাকলে চেষ্টা করেও বেশিদুর যেতে পারবেন না আপনার পক্ষে প্রয়োজনীয় যাকিছুর ব্যবস্থা করা সম্ভব তারওপর ভিত্তি করে পরিকল্পনা করুন
সময় ঠিক করুন ?
প্রোগ্রামার হব একথা বলে আপনি যদি -১০ বছর পার করেন তাহলে আপনি প্রোগ্রামার হচ্ছেন না পরিকল্পনার সাথে সময়কে সম্পৃক্ত করুন মাসে কতটুকু করবেন, বছরে কতটুকু করবেন নির্দিষ্ট করে ফেলুন মাঝেমাঝে সেটা যাচাই করুন যদি পিছিয়ে থাকেন তাহলে জানবেন আপনি লক্ষে পৌচচ্ছেন না লক্ষে পৌছুতে হলে গতি বাগিয়ে টার্গেট পুরন করুন

0 comments :

Post a Comment

Welcome To Online Payment System