Jhenaidah It Solution Team

Jhenaidah It Solution Team
Online Income Source

Sunday, 29 March 2015

যারা এডসেন্স ব্যবহার করেন তারা অনেকেই হয়তো ব্যাপারটা জানেন। তবুও শেয়ার করছি।
এডসেন্সে প্রথম ১০ ডলার পূরণ হবার পর গুগল থেকে আপনার ঠিকানায় পিন নম্বর পাঠাবে যা দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।চিঠি টি নরম্যাল ডাকে আসে, তাই ২৫ দিনের ভেতর আসার কথা থাকলেও আসতে ৩-৪ মাস লেগে যায়।অনেক সময় আসেই না (আমারটা)! আপনি মোট তিন বার এই পিনের জন্য আবেদন করতে পারবেন। আরেকটা কথা, প্রথম পিন ইস্যু হবার ৪ মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্ট থেকে এড দেখানো বন্ধ হয়ে যাবে। আর পিন ইস্যু হবার ৬ মাসের মধ্যে ভেরিফাই না করলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে।


তাহলে ৩য় বার আবেদন করেও পিন না পেলে কি করবেন?
তখন গুগল আপনাকে ফরম পূরণ করতে বলবে যেখানে আপনাকে আপনার নাম (এডসেন্সে ঠিক যেটা দিয়েছেন), পাব্লিশার আইডি (উপরে ডান কোনায় পাবেন) এবং জাতীয় পরিচয় পত্রের বা ব্যাঙ্ক স্টেটমেন্টের(ব্যাংক অ্যাকাউন্টের নাম এডসেন্সে ব্যবহার করা নামের অনুরূপ হতে হবে) বা ইলেক্ট্রিসিটি বিলের স্কান করা ইমেজ চাইবে।
আমি তাদের কথামত ফরম পূরন করে শুধু জাতীয় পরিচয় পত্রের স্কান করা ইমেজ আপলোড করলাম। গুগল আমাকে ৩ ঘন্টার মধ্যে ইমেল করে জানালো যে আমার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে গেছে। আর পিন ভেরিফিকেশনের দরকার নেই।
এরপর আমি ট্যাক্স ইনফরমেশনের প্রশ্ন গুলোর জবাব দিয়ে পেমেন্ট হোল্ড থেকে মুক্তি পেলাম।

0 comments :

Post a Comment

Welcome To Online Payment System