আসসালামুওয়ালাইকুম।
আমি আপনাদের মাঝে অনেকের প্রয়োজন, এমন একটা পোস্ট নিয়ে হাজির
হয়েছি। আমরা অনেকেই ইন্ডিয়ান ভিসার কাজ করি অথবা করতে চাই। কিন্তু সঠিক
দিকনির্দেশনার অভাবে অনেকেই এই কাজটি করতে পারি না। আবার অনেকে আগে ডেট পেত
কিন্তু এখন আর ডেট পাচ্ছেন না। অনেকে আবার ডেট পেলেও পেমেন্ট না পেয়ে
প্রতারিত হচ্ছেন।ভারতীয় হাই কমিশনের সার্ভারের এই দুরবস্তার মধ্যেও আপনি
কিভাবে ডেট পেতে পারেন তার কিছু টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি । আশাকরি,
আমার এই পোস্ট হতে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আমার পোস্টে যদি কোন
ভুলত্রুটি থেকে থাকে , তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।কিছু কথাঃ বর্তমানে ইন্ডিয়ান ভিসার এপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা আগের থেকে অনেক কঠিন হয়ে গিয়েছে। সাধারন মানুষের পক্ষে এত ঝামেলা করে ডেট নেওয়াটা অনেক দুরুহ বেপার। তাই তারা এক্সপার্টের নিকট কাজ দিয়ে থাকে, এই কাজের বিনিময়ে ওয়ার্কারেরা কিছু পেমেন্ট পেয়ে থাকে। আসলে এই ডেট নেওয়ার বিষয়টাকে ঘিরে এক বিশাল বানিজ্য তৈরি হয়েছে। তবে যারা কাজ করেন তাদের কোন মতেই দোষ দেওয়াটা উচিত নয়। ইন্ডিয়ান এম্বাসি যদি ইচ্ছে করে তাদের সার্ভার ডাউন না করে রাখত, তাহলে এইরকম বানিজ্যের সৃষ্টি হতে পারত না। তাছাড়া এইকাজে একেবারেই যে, পরিশ্রম নেই, তা তো নয়। আমরা যারা এই বিষয়ে কাজ করি তারা ভালোমতই জানি কত কষ্ট করে ডেট পেতে হয়। আর যদি এপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য ওয়ার্কারেরা কাজ না করত তাহলে সাধারন মানুষের কাছে ইন্ডিয়াতে যাওয়াটা আরও দুরুহ হয়ে পরত। আমি ইন্ডিয়ান এম্বাসির এই সিস্টেমকে ঘৃণা করি এবং যাতে সবাই ডেট পায় সেই জন্য প্রার্থনা করি। আশাকরি অতি শীঘ্রই ইন্ডিয়ান এম্বাসি এর সার্ভার ঠিক হয়ে যাবে।
ইন্ডিয়ান ভিসার ডেট পেতে হলে আমাদের কিছু সিস্টেমের প্রয়োজন রয়েছে। তো চলুন দেখে নেই কি কি দরকার আমাদের...
১। পার্সোনাল কম্পিউটার (PC) : আপনি যদি ইন্ডিয়ান ভিসার কাজ করতে চান তাহলে প্রথমেই আপনার একটা পার্সোনাল কম্পিউটার অথবা পিসি এর প্রয়োজন ( মোবাইল দিয়ে কতটুকু করা যায় সেই বিষয়ে আমি আবগত নই
৪. নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহঃ যাই থাকুক না কেন সময়কালে কারেন্ট গেলে কোন কাজ হবে না
উপরোক্ত সবকিছুই যদি আপনার থাকে তাহলে আপনি পরবর্তি ধাপের জন্য প্রস্তুত।
ইন্ডিয়ান ভিসার কাজ করতে হলে আপনাকে ব্রাউজার এবং এডঅন ইন্সটল করতে হবে। তো চলুন দেখা যাক কোন ব্রাউজার এবং এডঅন আমাদের প্রয়োজন।
*Reload Every
*Toggle Javascript
*Phoenix Editor
*MultiFox
*Fill Form
*iMacros for Firefox
এবার আসি কিভাবে আমরা এই বিজি সার্ভারের মধ্য থেকেও ডেট পেতে পারি। প্রথমে দেখাব কিভাবে BGDD ফাইল হতে ডেট নিতে হয়, যদিও অনেকে Temporary File দিয়ে ডেট নিয়ে থাকে তবুও নতুনরা প্রথমে এই সিস্টেমটা শিখে নিতে পারেন। নিচের টিউটোরিয়ালে কিভাবে BGDD ফাইল হতে ডেট নিতে হয় তার বেসিক দেখানো হয়েছে।
আপনি যদি BGDD ফাইল দিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে চারটি ইনফরমেশন দেওয়া হবে।
১. ইন্ডিয়ান মিশন নেম
২. আপ্লিকেশন আইডি
৩. ডেট অফ বার্থ
৪. পাসপোর্ট নাম্বার
0 comments :
Post a Comment