Jhenaidah It Solution Team

Jhenaidah It Solution Team
Online Income Source

Sunday, 24 August 2014

কম্পিউটার আমাদের  দৈনন্দিন  জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি অংশ। নিত্যপ্রয়োনীয় অধিকাংশ কাজ এখন কম্পিউটারের মাধ্যমে করা হয়ে থাকে।  তবে কম্পিউটারের যদি ভাইরাস কিংবা ম্যালওয়্যারের আক্রমণ হয়ে থাকে তাহলে কম্পিউটারের ক্ষতি হয়ে থাকে। কাজের সময় গতি কমে যায়। অনেক সময় কম্পিউটার চালু হয় না। তাই কম্পিউটারকে ভাইরাস  মুক্ত রাখা জরুরি একটি কাজ।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার তিন গুরুত্বপূর্ণ  কৌশলগুলো সম্প্রতি তুলে ধরা হয়েছে  ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে। সেই প্রতিবেদনের আলোকে এই কৌশলগুলো তুলে ধরা হলো  আজকের টিউটোরিয়ালে।
সর্বশেষ আপডেট রাখা:
কম্পিউটারের অপারেটিং সিস্টেমসহ অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর সব সময় সর্বশেষ আপডেট করে নেয়া উচিত। কেনানা প্রতি মূহুতে নতুন নতুন ভাইরাস সৃষ্টি হয়। যা অ্যাপ্লিকেশনের ক্রুটিগুলোকে বের হলে কম্পিউটারে আক্রমন করে থাকে। অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠানগুলো এই ক্রুটি রোধ করে অ্যাপ্লিকেশনের নতুন আপডেট বাজারে আনে। ফলে এই আপডেটগুলো ব্যবহার করলে কম্পিউটার থাকবে সুরক্ষিত। প্রতি মঙ্গলবার মাইক্রোসফট ম্যালওয়্যার কিংবা ভাইরাস রোধ করতে নতুন ‘প্যাচ’ উম্মুক্ত করে। তাই উইন্ডোজ ব্যবহারকারীদের এই আপডেটটি ইন্সটল করে রাখা উচিত ভাইরাস রোধ করতে।
অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার  ব্যবহার:

কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। তবে সকল অ্যান্টি –ভাইরাস ভালো নয়। সেক্ষেত্রে প্রযুক্তি এক্সটার্টরা ফ্রি অ্যান্টিভাইরাস হিসেবে অ্যাভাস্‌ট ২০১৪ ব্যাবহারের পরর্মশ দিয়েছেন। কারণ এই সফটওয়্যারটি অ্যান্টি-স্পাইওয়্যার এবং অ্যান্টি-রুটকিট নিরাপত্তা ফিচারটি অধিকাংশ ম্যালওয়্যারকেই ঠেকিয়ে দিতে সক্ষম। তবে চাইলে ব্যবহার করতে পারেন নর্টন, ম্যাকাফি এবং ক্যাসপারেস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোও।

এছাড়া শুধু মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল বা উইন্ডোজ ডিফেন্ডার দিয়েও পিসিকে ম্যালওয়্যার আক্রমণ থেকে রক্ষা করা সম্ভব। যা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

ইমেইল ব্যবহারে সর্তক:
ই-মেইল ব্যবহার সর্তক হতে হবে। এটাচমেন্ট ফাইল জেনে শুনে খোলা উচিত। অপরিচিতজনদের ই-মেইল এটাচমেন্ট ফাইল ডাউনলোড না করাই ভালো। ই-মেইলে কোনো ফাইল ডাউনলোড করার আগে ভালো করে যাচাই করে নেওয়া উচিত। এখন অনেক ভাইরাস মেইলের মাধ্যমে ছড়িয়ে থাকে।

0 comments :

Post a Comment

Welcome To Online Payment System