আজ আমি আপনাদের দেখাব কিভাবে ওয়েব সাইট এর যে কোনো পেজ কে পিডিফ বানানো যায় এবং সাথে কিভাবে ডাউনলোড করবেন ।
প্রথমে আপনাকে এই ২ টা ওয়েব সাইট থেকে যে কোনো একটা ওয়েব সাইট তে যান । এই ২ টা আমার + সব চেয়ে ভাল ওয়েব সাইট এইকাজের জন্য .
www.pdfcrowd.com
www.htmltopdf.com
http://www.htmltopdf.co.uk/
http://www.html-pdf-converter.com/
এখন আপনার কাজের পালা ………।। আমরা সবাই যখন কোনো ভাল পোস্ট বা টিউন দেখি আমরা চাই ঐ পেজ টাকে সেভ করে কম্পিউটার এর মাঝে রাকতে । কিন্তু আমরা টা পারি না । যদি এই পেজ টাকে পিডিফ আকারে পাওয়া যাই তবে কেমন হবে । ওকে চুলুন দেখি কিভাবে ।
আপনি যে ওয়েব সাইট এর ওয়েব পেজ টা কে পিডিফ আকারে করতে চান সেই ওয়েব সাইট এর চ লিঙ্ক টা কপি করে উপরের দেওয়া লিঙ্ক থেকে যে কোনো একটা তে গিয়ে দেখেবন লিঙ্ক দেবার বক্স আছে সেই বক্সে আপনি আপনার কপি করা লিঙ্ক টা পেস্ট দেন । পরে পিডিফ ফাইলের জন্য সেখানে “ convrt to pdf “ খেলাতে ক্লিক দেন । ৫-৬ সেকেন্ড অপেক্ষা করুন । পরে আসবে ডাউনলোড লিঙ্ক , এবার ডাউনলোড লিঙ্ক তে ক্লিক দেন আর আপনার কাংখত ওয়েব পেজ টা কে পিডিফ আকারে পেয়ে যান । ( লিঙ্ক ১ এর জন্য ৭-৯সেকেন্ড অপেক্ষা করবেন , এইটার কোনো ডাউনলোড লিঙ্ক আসবেনা, অটু ডাউনলোড শুরু হবে ) ।
সবাইকে আবার ও নতুন বছরের শুভেছা জানাই ।
আমাদের এই ব্লগে আপনি ও পোস্ট করুন । আপনি যা জানেন তা অন্য কে জানান ।
আমার এই পোস্ট টা কেমন লাগল তা নিচে কমেন্ট এর মধ্যে জানাবেন । আপনাদের কমেন্ট এই আমাদের কষ্টের মুল ।
ভাল থাকুন,আমার জন্য দোয়া করবেন ।
0 comments :
Post a Comment