Jhenaidah It Solution Team

Jhenaidah It Solution Team
Online Income Source

Sunday, 24 August 2014

                                       আসসালামু আলাইকুম

আগেই আমি word press plugin developer দের কাছ ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমরা অনেকেই আমাদের word-press সাইট এর স্পিড বাড়ানোর জন্য wp3 total cache প্লাগিন টি ব্যাবহার করি।
কিছু মনে কইরেন না। WP total cache প্লাগিন টি  একেবারেই বাজে। এটা আমার সাইট টাকে স্পিড দিবে তো দুরের কথা, অনেক স্লো করে দিয়েছিল। আর তাছাড়া এটার রেটিং ও কম। এমনকি এই প্লাগিনটি যেই সাইটে ব্যাবহার করা হয়,ওই সাইটের WP-admin folder এ .htaccess file  টি delete কের দেয়। যা একটা website কে হুমকির মুখে ফেলে দেয়। এমনকি এর কারণে সাইট যে কোন সময়েই হ্যাক হয়ে যেতে পারে। বিশ্বাস না হলে দয়া করে একটু চেক করে দেখুন।
এমনকি, মাঝে মাঝে আপনার administrator এর ইউজার নেম দিয়েও আপনার সাইটে login করতে পারবেন না। ফলে আপনি পড়বেন মহা বিপদে। আবার ও সবার উদ্দেশ্যে বলছি, বিশ্বাস না হলে দয়া করে একটু চেক করে দেখুন।
ভাল লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী পোষ্ট করতে পারি।

0 comments :

Post a Comment

Welcome To Online Payment System