। স্বাগতম ।
ওয়ার্ডপ্রেস
বর্তমানে সর্বাধিক প্রচলিত সিএমএস । ব্লগ তৈরিতে এর কোন প্রতিদ্বন্দ্বী নেই।
বিভিন্ন সময় সাইট এর সৌন্দর্য বৃদ্ধি এবং
সুবিধা বাড়াতে প্লাগিন , জাভা স্ক্রিপ্ট ব্যাবহার করতে হয় । যা অনেক সময়
আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে ধীর করে ফেলে । কয়েকটি বিষয় খেয়াল রাখলে
রকেট স্পীড ওয়ার্ডপ্রেস সাইট চালিয়ে জাওয়া সম্ভব হবে ।
এই পোস্টটি তে আপনাদের সেখাব সবচেয়ে সহজ উপায় গুলো ।
আপনার সাইট গরুর গাড়িতে পরিণত করতে অনেক সময় দায়ী কিছু অপ্রয়োজনীয় প্লাগিন।
সেগুলো খুঁজে বের করে ফেলে দিন ।
তবেপ্লাগিন বলতেই যে আপনার সাইট এর স্পীড
নষ্ট করে তা কিন্তু না । আপনাদের ভাল কিছু প্লাগিন এর খোঁজ দিচ্ছি যা
আপনাদের সাইট এর স্পীড বাড়াতে ভূমিকা রাখবে ।
প্লাগিনের নাম: W3 Total Cacheডাউনলোড লিঙ্ক : এখানে
এই প্লাগিন টা সাইট এর কেচ কন্ট্রোল এর মাধ্যমে সাইট কে অপটিমাইজ করবে ।
প্লাগিনের নামঃ Plugin Organizer
ডাউনলোড লিঙ্কঃ এখানে
এই প্লাগিনটির মাধ্যমে প্লাগিন ক্রম নির্ধারণ করে সাইট এর স্পীড বাড়ান সম্ভব ।
জাভা স্ক্রিপ্ট গুলোও অনেক সময় আপনার সাইট
এর স্পীড কমিয়ে দেয়। তবে আপনি এটিকে এরাতে পারেন না। তবে বিভিন্ন
প্লাগিন ব্যাবহার করে অপটিমাইজ তো করতে পারেন? তো চলুন করে ফেলি …
প্লাগিনের নামঃ HeadJS Loader
ডাউনলোড লিঙ্কঃ এখানে
এটি আপনার সাইট এর জাভা স্ক্রিপ্ট অপটিমাইজ করবে । আগে পরে লোড হওয়া নির্ধারণ করে স্পীড বাড়াতে সাহায্য করবে ।
প্লাগিন নামঃ JS & CSS Script Optimizer
ডাউনলোড লিঙ্কঃ এখানে
এই প্লাগিন টি এক দিকে যেমন আপনার সাইট এর
জাভা স্ক্রিপ্ট অপটিমাইজ করবে, অন্যদিকে সিএসএস ও অপটিমাইজ করবে । কেননা
সিএসএস এর উপর ও আপনার সাইট এর স্পীড জড়িত । সিএসএস এর মিস ম্যাচ ট্যাগ ,
সাইট এর স্পীড এ ব্যাঘাত ঘটায় ।
অন্যান্য
আপনার সাইট যদি দ্রুত গতির না হয় , ভিজিটর
রা আগ্রহ হারাবে । পার পেজ এ পোস্ট এর সংখ্যা কমিয়ে দিন । প্রত্যেক পেজ এ
১০ টার জায়গায় ৭ টা পোস্ট দেখান । যদি পারসোনাল ব্লগ হয় তাহলে ইমেজ
গুলো নিজে হোস্ট না করে, ফ্রি ইমেজ হোস্টিং গুলো ব্যাবহার করুন। সর্বোপরি ,
একটি ভাল হোস্টিং নির্বাচন করুন । দ্রুত গতির সাইট এর জন্য দরকার ভাল
মানের হোস্টিং । আর যারা ক্লাউড ফ্লেয়ার প্লাটফর্ম ব্যাবহার করছেন তাদের
জন্য ক্লাউডফ্লেয়ার প্লাগিন টি বেশ সহায়ক ।
আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন ।
অনেক ধন্যবাদ ।
0 comments :
Post a Comment